UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৮

ঊষার আলো
জুলাই ১৩, ২০২১ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টার কেএমপির মাদক বিরোধী অভিযানে ১১৫ পিস ইয়াবা ও ১১০ গ্রাম গাঁজাসহ ৮ জন বিক্রেতাকে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার কেএমপির সূত্র জানায়, অভিযানে মিস্ত্রিপাড়া খালপাড় রোডের মোঃ শাওন শেখ(২৮), গফফারের মোড় এলাকার বাবলু খলিফা(৩২), বাগমারা মেইন রোড এলাকার মিন্টু আলী(৩৫), মিস্ত্রীপাড়া চৌধুরী গলির মোঃ রফিকুল ইসলাম(৩৮), রোড নং-২৯ নিরালা আবাসিক এলাকার ফজর আলী সরদার(৫৬), বাগমারা মেইন রোড এলাকার জুয়েল শেখ(২৭), দারোগাপাড়া আজিজুর রহমান সড়কের তৌহিদুল ইসলাম(৩২) এবং টিবি ক্রস রোড ডি সি আর বস্তির কালাম জুমাদ্দার ওরফে কালু(৩৮) কে খুলনা ও সোনাডাঙ্গা মডেল থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এদের নিকট থেকে ১১৫ পিস ইয়াবা ও ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চারটি মাদক মামলা দায়ের হয়েছে।

(ঊষার আলো-আরএম)