UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৬

ঊষার আলো
সেপ্টেম্বর ২২, ২০২১ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টার মাদক বিরোধী অভিযানে ২৮০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ ৬ বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।

বুধবার (২২ সেপ্টেম্বর) কেএমপির সূত্র জানায়, খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬জন গ্রেফতার হয়েছে। এসময় এদের কাছ থেকে ২৮০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গোপালগঞ্জ কাশিয়ানির বরাশপুর মধ্যপাড়া এলাকার মৃত: তৈয়বুর রহমানের ছেলে ফায়জান রহমান(২৫), মুসলমানপাড়া ক্রস রোড এলাকার সোবহান মিস্ত্রির ছেলে আশিক(২০), শেরে বাংলা রোড এলাকার খলিল শেখের ছেলে আমিন(২৪), খালিশপুর হাউজিং আর লাইনের মৃত চাঁন মিয়ার ছেলে মোঃ আশিক(২০), হাউজিং এস লাইনের মুনছুর হোসেনের ছেলে মোঃ ইমরান ওরফে নানকা ইমরান(২৪) এবং জোড়াগেট এলাকার মৃত: সাহেব আলী সিকদারের ছেলে আবু জাফর(৪৯)।

(ঊষার আলো-আরএম)