ঊষার আলো ডেস্ক: পৃথক অভিযান চালিয়ে ১শ পিস ইয়াবা ও ২শ গ্রাম গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপি।
কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলোঃ দৌলতপুর ট্রাকস্ট্যান্ড এলাকার মৃতঃ শাহ আলমের কন্যা নুর জাহান (২৮), দৌলতপুর ইসলামবাগ পালপাড়া এলাকার মৃত কবির সরদারের পুত্র মোঃ ইমরান (২৫) এবং লবনচরা জিন্নাহপাড়া বাংগাল গলির মোঃ আব্দুল হামিদ মুন্সির পুত্র মোঃ মনিরুল ইসলাম (৩০)। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও ২শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
ঊআ-বিএস