ঊষার আলো প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপি’র নিয়মিত অভিযানে ৬ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯০ লিটার দেশীয় মদ, ২৫ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলোঃ লবণচরা ইব্রাহিমা মাদ্রাসা রোডের বাসিন্দা মোঃ গোলাম রসুল(৩১) ও মোঃ নুর আলম(২৮), দক্ষিণ খালিশপুর দত্তপাড়ার মোঃ জাহাঙ্গীর হোসেন(৩৮), ফুলতলা দামোদর রিফুজি পাড়া কলোনীর মোঃ রাজু শেখ(২৫), দৌলতপুর মানিকতলা গেট এলাকার মোঃ রবিজুল(৫০), ৬নং টিবি বাউন্ডারী রোডের বাসিন্দা হোসনেআরা বেগম(৪৫)। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা দায়ের করা হয়েছে।