UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কেএমপি’র পুলিশ কমিশনার কর্তৃক স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৩ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

আজ সকাল ০৬টা ৩০ মিনিটে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষ্যে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে খুলনা মহানগরীর গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আজকের বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় কেএমপি’র পক্ষ থেকে জানানো হয় –

১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। এই দিন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ায় বাংলাদেশ। সারা বিশ্বকে অবাক করে দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পর্যুদস্ত করে ছিনিয়ে নেয় তার বিজয়। এ বিজয় কারও দানে পাওয়া নয়। ত্রিশ লক্ষ তাজা প্রাণ আর দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের দামে কেনা এই বিজয়। মুক্তিযোদ্ধার লাল টকটকে রক্তের আখরে লিখা এই অমূল্য মহাকাব্য।
অরুণ প্রাতের তরুণ আলো ছড়িয়ে পড়ুক বাংলার প্রতিটি ঘরে। তিরোহিত হোক সকল আঁধার। বাঙালির জয় ডঙ্কা বাজুক দিগন্ত জুড়ে। প্রতিটি শিশুর হাতে উড়ুক আমাদের প্রাণের পতাকা।সকলকে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা।

শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনকালে সেখানে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন-সহ কেএমপি’র বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।