খুলনা মহানগর ডিবি পুলিশের অভিযানে মঙ্গলবার দিনগত রাত পৌনে ৩টায় অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত দলের সক্রিয় ৪ সদস্য কে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন নগরীর বসুপাড়ার মৃত আবু বক্কর সিদ্দিকের পুত্র মোঃ আরমান খলিফা (২১), গোবরচাকা মল্লিক বাড়ির মোঃ হেমায়েত হোসেন মোল্লার পুত্র মো: সাদ্দাম মল্লিক(৩৫), আইডিয়াল কলেজ রোড এলাকার মৃত নুরুল আলমের পুত্র মোঃ মানিক মিয়া (৪৩) এবং গোবরচাকা প্রধান সড়ক এলাকার মৃত হাবিব জোমাদ্দার এর পুত্র মোঃ ইদ্রিস জোমাদ্দার (৩৭). এ সময় তাদের কাছ থেকে ১ টি চাইনিজ কুড়াল, ২ টি চাকু এবং ২ টি গামছা জব্দ করা হয়।
মহানগর ডিবি পুলিশ সূত্র জানায়, ডিবির ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গবার দিনগত রাত পৌনে ৩টায সোনাডাঙ্গা মডেল থানাধীন ৮৮ কেডিএ বাইপাস সড়ক রোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়৷ গ্রেফতারকৃতরা ওই রাতে সোনাডাঙ্গা মডেল থানাধীন ৮৮ কেডিএ আউটার বাইপাস রোড এলাকায় অবৈধ অস্ত্রশস্ত্র নিয়া ডাকাতি সংগঠনের প্রস্তুতি নিয়া একত্রে অবস্থান করছিল। আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় যে, আসামী মোঃ আরমান খলিফা (২১) এর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার এফআইআর নং-০৭, তারিখ- ০৬ আগস্ট, ২০২৩; ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; আসামী ০২) মোঃ সাদ্দাম মল্লিক (৩৫) এর বিরুদ্ধে ১। লবনচরা থানার এফআইআর নং-০৬, তারিখ-০৪ অক্টোবর, ২০২৩; ধারা-৩০৭/৩২৬/৫০৬(২)/৩৪ পেনাল কোড-১৮৬০; ২। লবনচরা থানার এফআইআর নং-১৫, তারিখ-১২ অক্টোবর, ২০২৩; ধারা- ১৯অ ঞযব অৎসং অপঃ, ১৮৭৮; ৩। সোনাডাঙ্গা মডেল থানার এফআইআর নং-০৪, তারিখ-০৪ ডিসেম্বর, ২০২২; ধারা-১৫(৩)/২৫-উ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন; তৎসহ ৪ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; ৪। সোনাডাঙ্গা মডেল থানার এফআইআর নং-০৯/৯৩, তারিখ-২৯ মে, ২০২০; ধারা-১০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; ৫। সোনাডাঙ্গা মডেল থানার এফআইআর নং-২৩/৩৮৯, তারিখ-১৭ অক্টোবর, ২০১৭; ধারা-১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; ৬। সোনাডাঙ্গা মডেল থানার এফআইআর নং-২৪, তারিখ-২৩ আগস্ট, ২০১৩; ধারা-৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯/৩৫৪/৫০৬(২) পেনাল কোড-১৮৬০; আসামী ০৩) মোঃ মানিক মিয়া (৪৩) এর বিরুদ্ধে ১। খালিশপুর থানার এফআইআর নং-১৭/১৭, তারিখ-২০ জানুয়ারি, ২০২২; ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০; ২। সোনাডাঙ্গা মডেল থানার এফআইআর নং-০৩, তারিখ-০৭ জানুয়ারি, ২০১৪; ধারা-৪৩৫/৪২৭ পেনাল কোড-১৮৬০; ৩। সোনাডাঙ্গা মডেল থানার এফআইআর নং-০৯, তারিখ-০৬ ডিসেম্বর, ২০১০; ধারা- ৪০৬/৪২০/১৭০/৩৪২/৩২৩/৩৭৯/৩৮৫/৫০৬ পেনাল কোড-১৮৬০; এবং আসামী ০৪) মোঃ ইদ্রিস জোমাদ্দার (৩৭) এর বিরুদ্ধে ১। সোনাডাঙ্গা মডেল থানার এফআইআর নং-৪১, তারিখ-৩১ অক্টোবর, ২০২৩; ধারা- ১৫(৩)/২৫উ ঞযব ঝঢ়বপরধষ চড়বিৎং অপঃ, ১৯৭৪; তৎসহ ৪ ঞযব ঊীঢ়ষড়ংরাব ঝঁনংঃধহপবং অপঃ, ১৯০৮; ২। সোনাডাঙ্গা মডেল থানার এফআইআর নং-১৮/১৯২, তারিখ-২২ মে, ২০১৯; ধারা-৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/ ৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০ আছে৷ ।উক্ত অস্ত্র উদ্ধারের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ঊআ-বিএস