UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কেপিআই ব্লাড ডোনার সোসাইটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

koushikkln
নভেম্বর ২৯, ২০২২ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মহানগরীর খালিশপুরে অবস্থিত খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটে (কেপিআই) কেপিআই ব্লাড ডোনার সোসাইটি, খুলনার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকভাবে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বোচ্চ রক্তদাতা ও অতিথিদের সম্মাননা স্বারক প্রদান করা হয়। মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট অডিটোরিয়ামে এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়।

জুনিয়র ইন্সট্রাক্টর (নন টেক) তালাত মাহমুদ জোয়ার্দ্দারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী অনিমেষ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ গাজী নুরুল ইসলাম সামছি। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ গাজী নেয়ামুল শাহীন, সফটম্যাক্স অনলাইন স্কুলের সিইও সাব্বির হোসেন, আইডিইবি খুলনা জেলার সাধারন সম্পাদক প্রকৌশলী মাহাবুবুর রহমান শামীম।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ‘একজনের সামান্য এক ব্যাগ রক্ত, অথচ এই এক ব্যাগ রক্তে একটি জীবন রক্ষা হচ্ছে। পৃথিবীতে এর চেয়ে মহৎ কাজ থাকতে পারে না। ইঞ্জিনিয়ারিং পড়াশোনার পাশাপাশি কেপিআই ব্লাড ডোনার সোসাইটির সদস্যরা সে রকম মহৎ কাজ করে সর্বোচ্চ মানবতার পরিচয় দিচ্ছে। এই মহৎ কাজের ফল তারা তাদের চলার পথে প্রতি ক্ষেত্রে পাবে। আগামীতে তাদের পথচলা আরো শুভ হোক এই কামনাই রইল।’

রাইহান জিহাদ, শাহরিয়ার কবির প্লাবণ ও সাজিম শরীফের সার্বিক তত্তাবধায়নে আলোচনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন খুলনা জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল হাসান রুমি, সাধারণ সম্পাদক মো: হাসানুর রহমান তানজিরসহ খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটের সকল ডিপার্টমেন্ট প্রধান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা এবং কেপিআই ব্লাড ডোনার সোসাইটির সার্বিক কর্মকান্ড উপস্থাপন করেন রাকিবুল হাসান। এছাড়াও কেপিআই ব্লাড ডোনার সোসাইটির সকল সদস্যসহ অন্যান্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।