UsharAlo logo
বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

কেসিসি’র দুটি ওয়ার্ডকে মডেল গড়ে তোলার উদ্যোগ

koushikkln
জুলাই ২৭, ২০২২ ১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক: খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) দরিদ্র জনগোষ্ঠীর ৬০ শতাংশ বসত বাড়ির পানি, স্যানিটেশন, ড্রেনেজ ও বর্জ্যবস্থাপনা ভাল নেই। ফলে এসব জণগোষ্ঠী অচেতনার অভাবে সিটি করপোরেশন, ওয়াসা, পরিবেশ দপ্তর, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সেবা বঞ্চিত হচ্ছেন। সিটি করপোরেশন আইনের কঠোর প্রয়োগ, সচেতনতা তৈরী, প্রকল্প বাস্তবায়নে ক্রিয়াশীল সংস্থা সমুহের সমন্বয় ও প্রকল্প গ্রহণ করা হলে নগরবাসী কাঙ্খিত সেবা পেতে পারেন।

খুলনা সিটির ৫ ও ৯ নম্বর ওয়ার্ডকে ‘মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তুলতে পরামর্শ সভায় এ তথ্য দেওয়া হয়েছে। জরিপ কার্যক্রমের ফলাফল হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র সহযোগী অধ্যাপক তুষার কান্তি রায় মুল বক্তব্য উপস্থাপন করেন। ‘নাগরিক চাহিদা পুরণে পরিবেশ সক্ষমতা তৈরী’ প্রকল্পের অধীনে বেসরকারি সংস্থা সুশীলন কনসোডিয়াম ও পরিবর্তন খুলনা এ অনুষ্ঠানের আয়োজন করে। ২৬ জুলাই বুধবার এ সভা অনুষ্ঠিত হয়।

খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে সিটি করপোরেশন উন্নয়ন কাজ করছে। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনভাবেই পরিবেশ বান্ধব নগরী গড়া সম্ভব নয়। বর্জ্য ব্যবস্থাপনা, পয়নিস্কাষণ ও স্যানিটেশন নিয়ে বিড়ম্বনা রয়েছে। খুলনায় অনেক বাড়ির মালিক ড্রেনে সেফটি ট্যাংকের সংযোগ প্রদান করছেন। ড্রেনকে ডাস্টবিন গড়ে তুলেছেন। একাধিক বার এসব বিষয়ে বলা হলেও কেউ সংশোধন হচ্ছে না। এসব অনিয়ম বন্ধে কেসিসি আগামী আরো কঠোর হবে। এক্ষেত্রে নাগরিক সহযোগিতা ও পরামর্শ জরুরী।

সিটি মেয়র জানান, দুটি ওয়ার্ড মডেল ওয়ার্ডে রূপান্তরের কাছ চলছে। এখানে সফলতা পেলে অন্যান্য ওয়ার্ডগুলোকে একইভাবে গড়ে তোলা হবে। তিনি উন্নয়ন কর্মকা-ে খুলনা ওয়াসা ও কেডিএ’র ধীর গতিতে ক্ষোভ প্রকাশ করেন।

নাগরিক কমিটির সভাপতি মিনা আজিজুর রহমানের সভাপতিত্বে পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বক্তব্য দেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমদাদুল হক, নাগরিক নেতা অ্যাডভোকেট কুদরত ই খুদা, কাউন্সিলর মোহাম্মদ আলী, কেসিসি সচিব মো. আজমুল হক, সাংবাদিক এইচ এম আলাউদ্দিন, কৌশিক দে, উন্নয়ন সংগঠক মো. ইরফান আহমেদ খান, শাহ মামুনুর রহমান তুহিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবর্তনের নির্বাহী প্রধান নাজমুল আযম ডেভিট। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবর্তনের কর্মকর্তা শিরিন পারভীন। অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা ওয়াসার প্রতিনিধি, নাগরিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরামর্শ সভায় সিটি করপোরেশনের স্থায়ী কমিটির কার্যক্রম গতিশীল, নীতিমালা অনুযায়ী কমিটিকে নাগরিকদের সম্পৃক্ত করা, খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে উন্নয়ন ও পরিকল্পনা কাজে ব্যবহার করার তাগিদ দেওয়া হয়।