UsharAlo logo
বৃহস্পতিবার, ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

কেসিসি হাতপাখা মেয়র প্রার্থীর বিভিন্ন প্রতিষ্ঠানে সৌজন্য সাক্ষাৎ

usharalodesk
মে ২৪, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্কঃ  বুধবার (২৪ মে) সকালে খুলনা সিটি কর্পোরেশন আওতাধীন ২নং ওয়ার্ড এর এমদাদুল উলুম রশিদিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি গোলামুর রহমান, আর আর এফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুর রহমান, শিরোমণি বিআরটি এর অফিসের কর্মকর্তা কর্মচারী, সোনালী জুট মিল স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমীন, ফুলবাড়ীগেট মীরেরডাঙ্গা আলিম মাদ্রাসা প্রধান শিক্ষক, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহাবুর রহমান সহ বিভিন্ন পেশাজীবি সাধারণ মানুষ, তরুণ, যুবক সাধারন শিক্ষার্থীদের সাথে মত বিনিময় ও সৌজন্যে সাক্ষাৎ করেন হাতপাখার মেয়র প্রার্থী হাফেজ মাওঃ আব্দুল আউয়াল।
এ সময় উপস্থিত ছিলেন কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন, সহকারী মিডিয়া সমন্বয়কারী মিরাজ আল সাদী, খানজাহান আলী থানা ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুম, সহ সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সেক্রেটারী মোঃ কামরুজ্জামান, নাজিম হাওলাদার নাঈম, রিয়াজ হাওলাদার, সাব্বির রহমান, মোস্তফা আল প্রিন্স সহ থানা ও ২ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এই সময় তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থীর উদ্দেশ্য বলেন, অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা কে আলোকিত করার লক্ষ্যে ইসলামী সামাজিক ব্যবস্থা গঠনে সকল কে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।