UsharAlo logo
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোনো বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে ভিডিও দেখার সহজ উপায়

ঊষার আলো
এপ্রিল ২২, ২০২১ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে বিজ্ঞাপন প্রায় সব সময়ই বিরুক্তির একটি কারণ। কিন্তু বিজ্ঞাপন দূরে সরিয়ে ইউটিউবে ভিডিও কোন উদ্রেক ছাড়াই দেখার ও সহজেই ইউটিউবে অ্যাড ব্লক করার সহজ এক উপায় আছে। এজন্য যা যা করতে হবে,

– প্রথমে ইউটিউব ওপেন করুন।

– তারপর যে ভিডিও প্লে করবেন সেটি সিলেক্ট করুন।

– এরপর ভিডিও URL এর মধ্যে Youtube.com লেখার পরে একটি ফুল স্টপ (.) যোগ করুন। এটি করলেই YouTube-এ আর কোনো বিজ্ঞাপন দেখা যাবে না।

URL এর মধ্যে একটি মাত্র ফুল স্টপ ব্যবহার করলে হোস্টনেম নর্মালাইজ করে না ইউটিউব। যার ফলে হোস্টনেম ম্যাচ না করায় পেজটি একাধিক ভাগে ভাগ হয়ে গ্রাহকের কাছে পৌঁছে যায়। যার ফলে কোনো বিজ্ঞাপনই কুকিজ যুক্ত থাকে না। এ পদ্ধতি সবচেয়ে ভালো ইউটিউবের ওয়েব ভার্সনেই কাজ করে থাকে। মোবাইল হতেও এ পদ্ধতিতে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে চাইলে ব্রাউজার হতে লিঙ্ক ওপেন করে ‘রিকোয়েস্ট ডেক্সটপ সাইট’ অপশন সিলেক্ট করতে হবে।

(ঊষার আলো-এফএসপি)