UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানের সাথে আইজিপির ভিডিও কনফারেন্স

usharalodesk
এপ্রিল ৪, ২০২১ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : চলমান করোনা সংক্রমণ রোধে করণীয় এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মাঠ পর্যায়ের পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানগণের সাথে আইজিপির ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। রবিবার (৪ এপ্রিল) আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)’র সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভিডিও কনফারেন্সে আইজিপি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণকে উদ্বুদ্ধকরণের পাশাপাশি  আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মাঠ পর্যায়ের পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন। কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা কেএমপি’র সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষ থেকে উক্ত ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন। এছাড়াও কেএমপি সদর দপ্তর থেকে উক্ত ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ; ডেপুটি পুলিশ কমিশনার(ডিবি) বিএম নুরুজ্জামান (বিপিএম); ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার(সিটিএসবি) মোঃ জাহাংগীর আলম এবং সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মোঃ হাফিজুর রহমান।

(ঊষার আলো-আরএম)