UsharAlo logo
বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কয়রায় প্রয়াত আ’লীগ নেতার শোকাহত পরিবারের পাশে সংসদ সদস্য বাবু

ঊষার আলো
এপ্রিল ২০, ২০২১ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও হাতিয়ার ডাঙ্গা রাম কৃষ্ণ মিশনের সহ-সভাপতি উমাকান্ত সরদার (৭৩) বার্ধক্য জনিত কারণে গত রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত সোমবার প্রয়াত আ’লীগ নেতা উমাকান্ত সরদারের বাড়িতে যান এবং শোকাহত এ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, আমাদী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, আমাদী ইউপির নৌকা প্রতিকের প্রার্থী জিয়াউর রহমান জুয়েল, আ’লীগনেতা আঃ রশিদ সরদার, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, জেলা ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মানিক, সাবেক ছাত্রলীগ নেতা মীর সদরুল আমিন প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)