UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কয়রায় বাঘ বিধবাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণে এমপি বাবু

koushikkln
জুলাই ১৬, ২০২১ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কয়রা উপজেলায় বাঘ বিধবাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আইসিডির উদ্যোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কয়রা মদিনাবাদ মডেল হাইস্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাঘ বিধবাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। প্রধান অতিথির বক্তব্যে এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, সরকার সব সময় বাঘের আক্রমণে নিহত পরিবারের জন্য সহানুভূতিশীল। প্রধানমন্ত্রী এই হতভাগা পরিবারগুলোকে স্বাবলম্বী করতে বিভিন্ন পদপে গ্রহণ করেছেন, আইসিডি’র আজকের উদ্যোগ প্রশংসার দাবিদার।
কয়রার ১৩০ জন বাঘ বিধবার মাঝে চাল, ডাল, সেমাই, চিনি, দুধ, আলু, তৈল, পেঁয়াজ, লবণ ইত্যাদি ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডঃ কেরামত আলী,কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, সংস্কৃতি সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী। আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, আওয়ামী লীগ নেতা মাষ্টার খায়রুল আলম, নির্মল চন্দ্র, জিয়াউর রহমান জুয়েল, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, জাকারিয়া, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, মানব কল্যাণ ইউনিটের সভাপতি জনাব আল আমিন ফরহাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, আশিকুজ্জামান প্রমুখ।