UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কয়রায় লায়ন্স জেলা ৩১৫-এ১’র ত্রাণ সামগ্রী বিতরণ

koushikkln
ডিসেম্বর ১৭, ২০২২ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : লায়ন্স জেলা ৩১৫-এ১’র পক্ষ থেকে খুলনার উপকূলীয় এলাকা কয়রা উপজেলার সদর, উত্তর বেদকাশী এবং দক্ষিণ বেদকাশী ইউনিয়নে সাইক্লোন সিত্রাং এ ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে চাল, ডাল লবনসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকালে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন খঈওঋ ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন কায়কোবাদ মোঃ শরীফুজ্জামান। বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, এ সময় উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ মাহফুজুল হক, লায়ন নুর মোঃ হাওলাদার চুন্নু, লায়ন দিলারা নাসরিন, লায়ন জাবির সিরাজী, লায়ন মোঃ বিল্লাল হোসেন, বন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহারাম স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি মোঃ আবু সাঈদ খান, আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান প্রমুখ। এর আগে গত বুধবার সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকায় ৩০০ পরিবারের মাঝে চাল, ডাল লবনসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।