ফুলবাড়ীগেট প্রতিনিধি : শোকাবহ আগস্ট উপলক্ষে খানজাহান আলী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে ।
৩০ আগস্ট মঙ্গলবার শিরোমনি দলিয় কার্যালয়ে জোহর বাদ বৃক্ষরোপন কর্মসূচির সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস ,এম মনিরুজ্জামান মুকুল। ৩৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপন, খ,ম লিয়াকত আলী, মনির সিকদার, কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, গাজী মোফাজ্জেল হোসেন, ইসমাইল হোসেন ইমন, মোঃ রাজিব, সবুজ, রুপম, প্রিন্স প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আতাউর রহমান। অপরদিকে খানজাহান আলী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে বেলা ১২ টায় ফুলবাড়ীগেট টিবি হাসপাতাল রোডে এম এ মজিদ ইউসেপ স্কুল এবং কেডিএ খানজাহান আলী সরকারী মাধ্যমিক বিদ্যালয় ও শিরোমনি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ে বৃক্ষরোপন করা হয় । আসাদুজ্জামান সোহেলের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী।
খুলনা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এম.এ নাসিম ও খুলনা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস ,এম মনিরুজ্জামান মুকুল, মোঃ রাজিব, সবুজ, রুপম, প্রিন্স , গাজী মোফাজ্জেল হোসেন, ফয়সাল আহম্মেদ, সিহাব শিকদার,মুরাদ মোড়ল, নাসিরউদ্দিন, কামাল মুন্সি, ইমরান মির, সাইফুল, ফরহাদ হোসেন, বেগ রাসেল, আকাশ, আমান, আলামিন, নুর আলম, বেগ সুমন, জিম, আশা, মেহেদী, রিয়াদ, পনু, বিল্লাল, রিদয়, সিয়াম, অমিত, রাজ্জাক প্রমুখ।