UsharAlo logo
শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

খালিশপুর জুয়েলার্স সমিতির সদস্য বাদশার পিতার ইন্তেকাল

ঊষার আলো
এপ্রিল ১, ২০২১ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

উষার আলো রিপাের্ট : খালিশপুরের বিআইডিসি রোডের বাদশা জুয়েলার্সের মালিক আব্দুল খালেক হাওলাদার (৭২) আর নেই। গতকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৭টায় খালিশপুরস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি খালিশপুর থানা শাখার সদস্য মোঃ জাহিদুল ইসলাম বাদশার পিতা তিনি। দুপুরে পিপলস মসজিদ মাঠে মরহুমের জানাজা শেষে গ্রামের বাড়ি বরিশাল নিয়ে যাওয়া হয়। ওইখানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে গতকাল দিন ব্যাপী বাংলাদেশ জুয়েলার্স সমিতি খালিশপুর থানা শাখার সকল জুয়েলারী প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় বলে জানান সমিতির সাঃ সম্পাদক শফিকুল ইসলাম অভি।

(ঊষার আলো-এমএনএস)