ঊষার আলো ডেস্ক : খালিশপুর দারুল কুরআন দাখিল মাদরাসায় স্বাস্থ্য বিধি অনুসরণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে গতকাল বুধবার (১৭ মার্চ) বিকাল ৩টায় মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ,কে,এম সানা উল্লাহ নান্নু ও মাদরাসার কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুস সালামসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক মাহবুবা, ফাহমিদা জোয়ার্দার, রোকেয়া বেগম,শামিমা সুলতানা, নাজমুন নাহার, আশেক পারেজ শিল্পী, শারমিন সুলতানা, হাসিনা পারভীন, মাওলানা আজমল আলী, মাওলানা মাহফুজুর রহমান, নাজমা আক্তার ইতি, মহসিন উদ্দীন, এনামুল হক, আল মামুন, মো: মহিউদ্দীন প্রমুখ।
ঊষার আলো-এমএনএস