UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুবিতে আর্ট, আর্টিস্ট এবং ক্রিয়েশন শীর্ষক দিনব্যাপী সেমিনার আগামীকাল

pial
ডিসেম্বর ২১, ২০২২ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

প্রস বিজ্ঞপ্তি : আগামীকাল ২২ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রিন্টমেকিং ডিসিপ্লিনের উদ্যোগে আর্ট, আর্টিস্ট এবং ক্রিয়েশন শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হবে।

এদিন সকাল ১০.৩০ টায় উক্ত সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন খ্যাতনামা শিল্পী প্রফেসর রফিকুন নবী, প্রফেসর নিসার হোসেন এবং ভারতের শিল্পী ও শিল্পশিক্ষক জয়ন্ত নস্কর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ।

উদ্বোধনী পর্বের পর বেলা ১১.৪৫ টায় ‘দি প্রোব্লেম এন্ড পসিবিলিটিস অব ফোক আর্ট রিসার্চ ইন বাংলাদেশ’ শীর্ষক নিবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী প্রফেসর নিসার হোসেন এবং ১২.৪৫ টায় ‘লিভিং উইথ আর্ট এন্ড মাই ওয়ার্কস’ শীর্ষক নিবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের খ্যাতনামা শিক্ষক প্রফেসর রফিকুন নবী।

এছাড়া বিকেল ৩টায় ওয়াটার এন্ড রিডিউসার বেজড সেরিগ্রাফি শীর্ষক ওয়ার্কশপ পরিচালনা করবেন ভারতের শিল্পশিক্ষক জয়ন্ত নস্কর। সেমিনারের উদ্বোধন পর্বে স্বাগত বক্তব্য রাখবেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ নাদিমুদ্দৌলা।

(ঊষার আলো-এফএসপি)