UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুবিতে এপিএ কমিটির সভা অনুষ্ঠিত

pial
অক্টোবর ২৭, ২০২২ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির এক সভা আজ ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১১টায় শহিদ তাজউদ্দীন আহমেদ ভবনের উপাচার্যের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সভায় ২০২২-২৩ অর্থবছরে এপিএ’র লক্ষ্যমাত্রার বিপরীতে প্রথম ত্রৈমাসিক অর্জন ও দ্বিতীয় ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর’২০২২) এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণের বিষয় নিয়ে আলোচনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয় এপিএ কমিটির সভাপতি ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ হাসানুজ্জামান, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক দীপঙ্কর রায়, প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার কাকলী রহমান, রেজিস্ট্রার কার্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল মামুন, সেকশন অফিসার (আইটি) মো. ফারুক হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন এপিএ কমিটির ফোকাল পার্সন কাউন্সিল শাখার উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক।

(ঊষার আলো-এফএসপি)