UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুবিতে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

ঊষার আলো
অক্টোবর ২, ২০২১ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক-স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হয়। শনিবার (২ অক্টোবর)  বেলা ১১টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত এ ভর্তি পরীক্ষা শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, প্রথম দিনের ন্যায় ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষাও অত্যন্ত সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এই উপকেন্দ্রে ৫ হাজার ১৮৬ জন পরীক্ষার্থীর আসন ছিলো। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে আগামী ০৯ অক্টোবর ‘চ’ ইউনিট, ২২ অক্টোবর ‘গ’ ইউনিট ও ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও শহরে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কেসিসি উইমেন্স কলেজ, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

(ঊষার আলো-আরএম)