UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুবির একাডেমিক প্রধানদের সাথে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঊষার আলো প্রতিবেদক
জানুয়ারি ৯, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) ডিন ও প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় লাইব্রেরির বই ক্রয়, শিক্ষকবৃন্দের চাকরি স্থায়ীকরণ, ১১ জানুয়ারি অনুষ্ঠিতব্য কুয়েটের ভর্তি পরীক্ষা ও ১৪ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর মতবিনিময় সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপাচার্য বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী সকলের প্রচেষ্টায় খুলনা বিশ্ববিদ্যালয় তাঁর কাক্সিক্ষত লক্ষ্যে এগিয়ে চলেছে। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে যুগোপযোগী নানা উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিকে পুরোপুরি অটোমেশনের আওতায় আনার বিষয়টি চলমান রয়েছে। এছাড়া শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত ফাইল যাতে সম্পূর্ণ ডিজিটাইজেশনের আওতায় আনা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। উপাচার্য আগামী ১১ জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিতব্য কুয়েটের ভর্তি পরীক্ষা ও ১৪ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর মতবিনিময় সভা সুষ্ঠুভাবে সম্পন্নে শিক্ষকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

সভায় আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, ডিসিপ্লিন প্রধানগণ, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত), ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) উপস্থিত থেকে মতামত প্রদান করেন। সভার শুরুতে স্বাগত বক্তৃতা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।

ঊ/আ-এইচআর