UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুবির কর্মচারি আমিরের পিতার ইন্তেকালে ভিসির শোক

ঊষার আলো
সেপ্টেম্বর ২৫, ২০২১ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগে কর্মরত অফিস সহায়ক মোঃ আমির হোসেনের পিতা আব্দুল ওহাব হাওলাদার বার্ধক্যজনিত কারণে গতকাল (শুক্রবার) রাত ৮ টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।
মৃত্যুকালে বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১০টায় মুসলমান পাড়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাঁকে নিরালা কবরস্থানে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগে কর্মরত অফিস সহায়ক মোঃ আমির হোসেনের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) শেখ শারাফাত আলীসহ কর্মকর্তা-কর্মচারিবৃন্দ শোক প্রকাশ করেছেন।
Attachments area