UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুবির কর্মচারী কামাল হোসেন ফয়সালের পিতার মৃত্যুতে উপাচার্যের শোক

usharalodesk
জানুয়ারি ২৮, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

খবর বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে কর্মরত পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট কাম-কম্পিউটার অপারেটর মোঃ কামাল হোসেন ফয়সালের পিতা মোঃ আব্দুল করিম আকষ্মিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তাকে খুলনাস্থ একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার (২৭ জানুয়ারি) রাত সোয়া ৩টায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

যোহরবাদ শহিদ হাদীস পার্কে নামাজে জানাজা শেষে তাঁকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।

নামাজে জানাজায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন তাঁর কার্যালয়ে কর্মরত পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট কাম-কম্পিউটার অপারেটর মোঃ কামাল হোসেন ফয়সালের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, উপাচার্যের সচিব সঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।