ঊষার আলো ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, খুলনা বিশ^বিদ্যালয় ঐতিহ্যগতভাবে এ অঞ্চলের মানুষের কথা বলে। আমরা বিশ^বিদ্যালয়ের গবেষণালগ্ধ বিষয়ের সাফল্যগুলো উপকূলীয় এলাকার সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। এতে সাধারণ মানুষ উপকৃত হলে আমরা গর্ব অনুভব করবো। খুলনার সুশীল সমাজ ও মিডিয়াকর্মীরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তৃতীয় উপকূলীয় পানি সম্মেলনও এ কাজে বিশেষ ভূমিকা রাখবে।
শনিবার (১০ জুলাই) বিকালে খুলনা আঞ্চলিক ৩য় উপকূলীয় পানি সম্মেলন কমিটির প্রথম প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জুম ভার্চুয়াল মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক কমিটির সভাপতি ও প্যানেল মেয়র আলী আকবর টিপুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, অ্যাওসেড’র নির্বাহী প্রধান শামীম আরফীন। সাধারণ সম্পাদক সাংবাদিক কৌশিক দে’র সঞ্চালনায় সভায় বক্তব্য দেন খুলনার ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ আব্দুল্লাহ পিইঞ্জ, খুবি পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. দিলীপ কুমার দত্ত, কুয়েট ইউআরপি ডিসিপ্লিনের প্রধান ড. মোস্তফা সরোয়ার, কেন্দ্রীয় পানি সম্মেলন কমিটির কো-চেয়ার পারসন রফিকুল ইসলাম খোকন, আঞ্চলিক কমিটির সহ-সভাপতি শাহ মামুনুর রহমান তুহিন, সদস্য শেখ আবু হানিফ, প্রভাষক জাহাঙ্গীর আলম, সাংবাদিক মোস্তফা জামাল পপলু, নারী নেত্রী শেখ মমতাজ শিরিন ময়না, ইকবাল হোসেন বিপ্লব, নির্মল সরকার, হেলেন খাতুন প্রমুখ।
সভায় খুবি উপচার্য ড. মাহমুদ হোসেন উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে বলেন, বর্তমানে উপকূলে ১৯টি জেলা রয়েছে। অদূর ভবিষ্যতে এ পরিথি আরও বাড়বে। এ জন্য এসব এলাকার সমস্যাগুলো চিিতত করে সমাধানের লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।