UsharAlo logo
মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুবির মন্দিরে জন্মাষ্টমী পালন

usharalodesk
আগস্ট ৩০, ২০২১ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা বিশ্ববিদ্যালয় মন্দিরে যথাযথ মর্যাদার সাথে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালনের লক্ষ্যে আজ সকাল সাড়ে ১০টায় বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রার্থনাকালে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম ও শ্রীমদ্ভগবদগীতা থেকে পাঠ করা হয়। শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাপলা সিংহ এবং শ্রীমদ্ভগবদগীতা থেকে পাঠ করেন সাধন চন্দ্র স্বর্ণকার ও অলোকেশ কুমার ঘোষ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্দির নির্মাণ কমিটির সভাপতি প্রফেসর ড. সমীর কুমার সাধু, কমিটির সদস্য প্রফেসর ড. আশীষ কুমার দাস, সহযোগী অধ্যাপক মোঃ এনামুল হক, উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল।

(ঊষার আলো-আরএম)