UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুবির শিক্ষা ডিসিপ্লিনে ২১ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ঊষার আলো
মার্চ ১৬, ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

খবর বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১২টায় কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে অনুষ্ঠিত হয়। শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ও ডিসিপ্লিন প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। সূচনা বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনে সহকারী অধ্যাপক কল্যাণী বাইন।

শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ২০ ব্যাচের তনামি হায়দার ও আবির হাসান, ২১ ব্যাচের উম্মে হুরায়রা প্রান্ত ও রাহুল ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ২০ ব্যাচের শিক্ষার্থী সৌরভ চক্রবর্তী।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এর আগে সকালে নবীনবরণ উপলক্ষ্যে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।