ঊষার আলো ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা ১৮ নভেম্বর ২০২১ খ্রি. তারিখ বৃহস্পতিবার বিকাল ৪টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান। সভা সঞ্চালনা করেন ও স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান লিপন।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পাঁচ কর্মকর্তাকে ফুল, ক্রেস্ট ও উপহার দিয়ে পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এসময় অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন লাইব্রেরিয়ান ড. কাজী মোখলেছুর রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণ কমল রায়।
সভার শুরুতে পরিষদের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে তাঁদের রুহের মাগফিরাত কামনা এবং অসুস্থদের আশু রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সভায় পরিষদের আয়-ব্যয়ের তথ্য উপস্থাপন করা হলে তা উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে অনুমোদন দেওয়া হয়।