UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

খুমেক হাসপাতালে ডেংগু রুগিদের পর্যাপ্ত বেডের দাবি 

koushikkln
নভেম্বর ৭, ২০২২ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগরীর পার্শ্ববর্তি এলাকায় ডেংগু রুগির সংখা হু হু করে বেড়ে যাওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে পর্যাপ্ত বেড না থাকায় রুগিকে বারান্দাায় ও সাধারন রুগিদের সাথে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে সাধারন রুগিরা এক দিকে আতংকিত হচ্ছে অন্যদিকে ব্যহত হচ্ছে চিকিৎকা সেবা ।
দ্রæত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেংগু রুগিদের জন্য পর্যাপ্ত বেড এর দাবি জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা হলেন সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, শেখ হেমায়েতুল ইসলাম,কাউন্সিলর মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, জি এম মঈন উদ্দিন, নিয়াজ আহমেদ তুহিন, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, মনির মাহমুদ খোকন, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, মোহাম্মাদ আলী, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, বেগ মফিজুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা. আ. রাজ্জাক, ক্বারী শরীফ মিজানুর রহমান. শেখ শহীদুল ইসলাম, কবিতা আহমেদ, আলহাজ তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, জিসান, তোহা, জাকির হোসেন চঞ্চল, আরিফ, আব্দুল মুন্নাফ, সাজিদ চঞ্চল, রফিকুজ্জামান, রুহুল কুদ্দুস, আলমগীর, আনিসুর রহমান, কামরুল, মাসুদ রানা জিসান, মনির, রকিব, আবু বক্কার, আজমল প্রমুখ।