UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

usharalodesk
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনায় নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে রাব্বি, আশরাফুল ও মামুন নামের ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে মহানগরীর বয়রা সরকারি মহিলা কলেজের সামনে নির্মাণাধীন ৫তলা কর ভবনে এ দুর্ঘটনা ঘটে।

লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

রাব্বির মামা আব্দুল বারেক মোবাইলফোনে জানান, রাব্বির বাড়ি পঞ্চগড়ে। তিনি সকালে জানতে পারেন কর ভবন থেকে রাব্বিসহ ৩জন পড়ে মারা গেছে। ওরা তিন জন কর ভবনে রড মিস্ত্রীর কাজ করছিল।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান বলেন, বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে কর ভবনের নির্মাণ কাজ করছিল রড মিস্ত্রিরা, অসাবধানতাবশত পাঁচ তলা থেকে পড়ে তিন জনের মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রেখেছে। নিহতদের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ঊষার আলো-এসএ