UsharAlo logo
শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় প্রতিবন্ধীব্যক্তিকে পীর সাহেব চরমোনাই’র নবনির্মিত ঘর হস্তান্তর

koushikkln
অক্টোবর ৭, ২০২২ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পীর সাহেব চরমোনাই-এর পক্ষে খুলনা জেলা শাখা মুজাহিদ কমিটির ব্যবস্থাপনায় অসহায় দরিদ্র ও শারীরিক প্রতিবন্ধী আল-আমিনের বসবাসের জন্য নবনির্মিত ঘর শুক্রবার (৭ অক্টোবর) সকালে হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে ঘর নির্মাণ কমিটির আহবায়ক ও জেলা মুজাহিদ কমিটির যুগ্ম সম্পাদক এস এম হাদিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় শাখা মুজাহিদ কমিটির সম্মানিত ছদর, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আউয়াল (খলিফা, পীর সাহেব চরমোনাই রহ.)।
বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা শাখা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ হাসান ওবায়দুল করিম।
এছাড়াও আলহাজ্ব মাওলানা আবু সাঈদ, আলহাজ্ব মাওলানা দ্বীন ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, আলহাজ্ব মোঃ শফিউল ইসলাম, আলহাজ্ব মোঃ আবু তাহের, মাওলানা ফজলুর কাদের, মোঃ মোমিনুল ইসলাম নাসিব সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল মুজাহিদ ভাইয়েরা উপস্থিত ছিলেন।