চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় নগরীতে বিক্ষোভ মিছিল বের হয়েছে। বিক্ষোভ মিছিলটি নগরীর ডাকবাংলা মোড় থেকে শুরু হয়ে বাইতুন নূর মসজিদের দিকে যাত্রা করে। এ সময় আন্দোলনকারীরা সাইফুল ইসলাম হত্যার তীব্র প্রতিবাদ জানান এবং খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে স্লোগান দেন।
খুলনায় শুক্রবার (২৯ নভেম্বর) জেলা ইমাম পরিষদ চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে এবং খুনিদের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আয়োজন করেছে।
প্রতিবাদকারীরা বলেন, আইনজীবী সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তারা শোকাহত এবং বিচারিক প্রতিষ্ঠানের প্রতি তাদের গভীর আস্থা রয়েছে, তবে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া, এই হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
এই বিক্ষোভ মিছিলটি খুলনায় আইনজীবী হত্যার ঘটনা নিয়ে জনমনে ক্ষোভ ও উত্তেজনা তৈরি করেছে এবং এতে আইনজীবী সমাজের প্রতি সমর্থন জানানো হয়েছে।
ঊ আ- এইচআর