UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় মস্তক বিহীন নারীর লাশ উদ্ধার

ঊষার আলো
জানুয়ারি ২৬, ২০২২ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  খুলনার ফুলতলায় জবাই করা নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহের মাথার অংশ এখন পাওয়া যায়নি। উদ্ধার হওয়া নারীর নাম মুসলিমা খাতুন।

তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার পাইস্যাখালী গ্রামের মো. এমদাদুল ইসলামের মেয়ে। তিনি ফুলতলা উপজেলার আায়ান জুট মিলের শ্রমিক ছিলেন। প্রেম ঘটিত কারনে এ হত্যাকান্ড হয়েছে বলে ধারনা পুলিশের।

বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৮ টায় উপজেলার উত্তরডিহি নামক এলাকা হতে মরদেহটি উদ্ধার করা হয়। ফুলতলা থানার ওসি ইলিয়াস তালুকদার বলেন, ‘ওই এলাকার ধান ক্ষেতে মাথাবিহীন অজ্ঞাতনামা এক মহিলার মরদেহ দেখে স্থানীয়রা থানা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

ঊষার আলো-এসএ