UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় যুব মহিলা লীগের আহবায়ক কমিটির সদস্য নুপূর গ্রেপ্তার

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগর যুব মহিলা লীগের আহবায়ক কমিটির সদস্য কাজী ফৌজিয়া আহম্মেদ নুপূর (২৯) কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আল আমিন মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খুলনা মহানগর ডিবি পুলিশের ওসি তৈমুর ইসলাম বলেন, মঙ্গলবার ভোরে যুব মহিলা লীগের মহানগর আহবায়ক কমিটির ৪নং সদস্য ও ২৫নং ওয়ার্ড যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা কাজী ফৌজিয়া আহম্মেদ নুপুরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে খুলনা সদর থানার মামলা নং-১৯, ১২-১২-২৪ এর এজাহারভুক্ত আসাামি ছিলেন। গ্রেপ্তারকৃত নুপুর নগরীর আল আমিন মহল্লা এলাকার বাসিন্দা কে এম রাশেদ আহম্মেদ এর স্ত্রী। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তাহার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করিয়াছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

ঊআ-বিএস