UsharAlo logo
বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু

ঊষার আলো
ফেব্রুয়ারি ৩, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনায় সড়ক দুর্ঘটনায় মো: কাগজী রাহাত (১৪) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগরীর আড়ংঘাটার চিংড়িখালী-তেলিগাতীর মাঝামাঝি বিশ্বরোড এলাকায় ঘটে।

নিহত রাহাত খানজাহান আলী থানার শিরোমনি পূর্বপাড়ার ইকবাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, রাহাত ও মো: আমির হামজা(৪৫) দুইজন রাস্তার পাশ দিয়ে একই সাইকেলেযোগে আফিল গেটের দিকে যাচ্ছিলেন। পেছন দিক থেকে ছুটে আসা দ্রুতগামী একটি প্রাইভেটকার তাদের সাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে দুইজনই রাস্তার পাশে পড়ে মাথায়, বুকে, পায়ে, গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের সহায়তায় তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে আমির হামজাকে সার্জারী (১) বিভাগের ৯/১০ ওয়ার্ডে ভর্তি করেন। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৮টার দিকে রাহাত(১৪)কে মৃত ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহটি খুমেক হাসপাতালের লাশ ঘরে আছে। আইনী প্রক্রিয়া শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।