UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নবাগত জেলা প্রশাসককে পূজা পরিষদের শুভেচ্ছা ও মতবিনিময়

usharalodesk
জুন ৩০, ২০২১ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদারকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার পক্ষ থেকে বুধবার(৩০ জুন) বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়। এ সময় মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে খুলনায় আগমনের জন্য শুভ কামনা জানিয়ে খুলনা মহানগরে অবস্থিত সনাতন সম্প্রদায়ের মন্দির, শ্মশানঘাট, দেবোত্তর সম্পত্তি, ভিপি সম্পত্তি, অর্পিত সম্পত্তিসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করে তাঁর সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক নেতৃবৃন্দের কথা ধৈর্য সহকারে শোনেন এবং সমস্যাগুলো আন্তরিকতার সাথে সমাধানের আশ্বাস প্রদান করেন। এ সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, সহ-সভাপতি যথাক্রমে অরবিন্দ সাহা, এ্যাড, অলোকানন্দা দাস, অধ্যাপক তারক চাঁদ ঢালী, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদকমÐলীর সদস্য উজ্জ্বল ব্যানার্জী, বাবলু বিশ্বাস, গৌরাঙ্গ সাহা, সঞ্জীব দাস, তাপস সাহা, শিবু রায়, বিদ্যুৎ দাস, ভবেশ সাহা, সুশান্ত ব্যানার্জী, অলোক দে, রবিন দাস প্রমুখ।

(ঊষার আলো-আরএম)