UsharAlo logo
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনার ফুলতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

koushikkln
আগস্ট ২৫, ২০২২ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : জেলার ফুলতলা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মিনহাজ হাসান রাজ (১৭) এবং তজিবুর রহমান শাদাত (১৮) নামে দুই যুবক নিহত হয়েছে। বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার রাড়ি পাড়া হাইওয়েতে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত দু’জন যশোরের বাসিন্দা। তারা দু’জন সন্ধ্যা সোয়া ৬টার দিকে মোটরসাইকেল যোগে রাড়িপাড়া অতিক্রম করছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘাতক ট্রাক তাদের দু’জনের শরীরের ওপর দিয়ে উঠে যায়। মোটরসাইকেল চালক ও আরোহীর মাথা ও কোমরের ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। নিহত দু’জনের লাশ উদ্ধার করে খুলনা কেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াজ তালুকদার জানান, নিহতরা ফুলতলা উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের মোশারেফ শেখের ছেলে মিনহাজ হাসান রাজ ও অভয়নগর উপজেলার তালতালা সিরাজকাটি গ্রামের রাজিবুল ইসলাম সর্দারের ছেলে তাজ বিকুর রহমান শাহাত। নিহত দু’জনই আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্র। পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটর সাইকেল জব্দ করে।