UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনার রূপসায় মীমকো কার্বন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

রূপসার তিলক এলাকায় মীমকো কার্বন ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ২০ লক্ষাধিক টাকার পাটখড়ি পুড়ে ভষ্মিভূত হয়ে যায়।সংবাদ পেয়ে রূপসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যান। অনেক সময় চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

রূপসা ফায়ার সার্ভিসের সূত্র জানান, রুপসা উপজেলার তিলক এলাকায় মীমকো কার্বন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এর পাঁচটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌছান। অনেক সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে কারখানা কর্তপক্ষ বলেন, চুল্লি থেকে আগুনের ফুলকি বাতাসের সাথে মিশে পাটখড়ির উপর এসে পড়ে অগ্নিকাণ্ডের সূচনা করতে পারে। কারখানা কর্তপক্ষের পক্ষ থেকে ২০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন।