UsharAlo logo
রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার রূপসা উপজেলায় বন সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

usharalodesk
মার্চ ২৮, ২০২১ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : তালের চারা উত্তোলন, বনায়ন, বনের প্রয়োজনীয়তা ও বন সংরক্ষণ বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ  আজ (রবিবার) খুলনার রূপসা উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের  ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খান মাসুম বিল্লাহ। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড. আ স ম হেলাল সিদ্দীকির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দিয়েছেন ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের গবেষণা কর্মকর্তা মোঃ নাজমুস সায়দাত।
অতিথিরা বলেন, বজ্রপাত থেকে রক্ষা পেতে তাল গাছ রোপণের বিকল্প নেই। শুধু গাছ রোপণ করলেই হবে না, এর পরিচর্যা করতে হবে। নিজে গাছ রোপণ করি এবং অন্যকে রোপণ করতে উৎসাহিত করি। বৃক্ষ আমাদের জীবন ও জীবিকার সাথে সম্পৃক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণসহ প্রতিটি সেক্টরে গুরুত্ব দিয়েছেন। জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিকে আরো জোরদার করা জরুরি। এ প্রশিক্ষণে সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকসহ ৩০ জন  প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

(ঊষার আলো-আরএম)