UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

usharalodesk
অক্টোবর ২৩, ২০২৪ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলায় একটি তেলবাহী ট্রেনের ৮টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এর ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে ঘটেছে এ ঘটনা।

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় বলেন, একটি তেলবাহী ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনের ডাউন সিগন্যাল পয়েন্টের কাছে পৌঁছালে লাইনচ্যুত হয়। ফলে খুলনাগামী চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে।

উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করবে বলে জানান তিনি।

ঊষার আলো-এসএ