তথ্য বিবরণী : দৌলতদিয়া-ফরিদপুর (গোয়ালচামট)-মাগুরা-ঝিনাইদহ-যশো
অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সভাপতির বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। খুলনার সব উন্নয়ন শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত হবো। সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন সহজ হয়। মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের এই প্রকল্প বাস্তবায়ন ও জমি অধিগ্রহণের ক্ষেত্রে কোন জটিলতা হবে না বলে তিনি আশা করেন।
সভায় প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে ধারণাপত্র উপস্থাপন করেন খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ এবং যশোরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চেীধুরী, জেলা প্রশাসক জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম ও অতিরিক্ত ডিআইজি মোঃ নিজামুল হক মোল্যা। এতে স্বাগত জানান সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী। সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সভায় জানানো হয়, যশোর-খুলনা (এন-৭) জাতীয় মহাসড়ক উভয় পাশের্^ সার্ভিস লেনসহ ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে যশোর মুড়ালী মোড় থেকে শুরু হয়ে নওয়াপাড়া বাইপাস হয়ে এবং পরবর্তীতে খুলনা শহরকে বাইপাস করে কুদির বটতলাকে সংযুক্ত করবে। যশোর অংশের দৈর্ঘ্য ৩১.৪০ কিলোমিটার ও প্রয়োজনীয় ভূমির পরিমাণ ৩২৮.২১ একর। এছাড়া যশোর-খুলনা-মোংলা (এন-৭) জাতীয় মহাসড়ক উভয় পাশের্^ সার্ভিস লেনসহ ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের মোট দৈর্ঘ্য ৭৪.৬০ কিলোমিটার, যার খুলনা অংশের দৈর্ঘ্য ৪৩.২০ কিলোমিটার এবং খুলনা অংশে ভূমি অধিগ্রহণ বাবদ প্রাক্কলিত ব্যয় ১৪৭৫.২৩ কোটি টাকা। ফুলতলা, দিঘলিয়া, ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলায় এ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় জমির পরিমান ১০৯.৩২ একর। এছাড়া আফিলগেট থেকে খুলনা মহানগরীর ডাকবাংলো মোড় পর্যন্ত ৪/৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের সম্ভব্য ১৫০০ কোটি টাকা।