UsharAlo logo
শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনার সিনিয়র শিক্ষক মওলানা আব্দুস সাত্তার আর নেই

ঊষার আলো
এপ্রিল ৫, ২০২১ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা সেন্ট যোসেফ্স স্কুলের সকলের শ্রদ্ধাভাজন এবং প্রানপ্রিয় শিক্ষক আব্দুস সাত্তার (৮৫) সোমবার (৫ এপ্রিল) দুপুর ১২টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে মরহুম শিক্ষক আলহাজ্ব আব্দুস সাত্তার স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও আত্মীয়-স্বজন রেখেগেছেন। সোমবার (৫ এপ্রিল) বাদ এশা বটিয়াঘাটার ঝাল বাড়ি ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে মরহুম শিক্ষককে ঝাল বাড়ি সরকারি কবরস্থানে দাফন করা হয়। শিক্ষকের মৃত্যুতে জাতীয় ‘দৈনিক গণমুক্তি’ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও সাপ্তাহিক ‘রহস্য জগৎ’-এর প্রধান সম্পাদক মোঃ রিপন তরফদার নিয়াম গভীর শোক প্রকাশ করেছেন এবং নিউজ সারাবাংলা টোয়েন্টি ফোরের সকল কর্মকর্তা ও কর্মচারীরাও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
এছাড়াও খুলনার বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুম শিক্ষক আলহাজ্ব মওলানা আব্দুস সাত্তারের পরিবারের সদস্যদের কাছে গভীর শোক প্রকাশ করেছেন।

(ঊষার আলো-এমএনএস)