UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় কর্মরত সংবাদকর্মীদের হয়রানী না করার আহবান

usharalodesk
জুন ৩০, ২০২১ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় কাল ১লা জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সাত দিন সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করেছে সরকার। সরকারের এই সময়োপযোগী ঘোষণাকে সাধুবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক বিবৃতিতে, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা আশা প্রকাশ করেছেন যে, এভাবে সর্বাত্মক লকডাউন পালন করে মহামারি এই করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে। নেতৃবৃন্দ খুলনার সর্বস্তরের জণসাধারণকে সরকার ঘোষিত নির্ধারিত সময় পর্যন্ত এই সর্বাত্মক লকডাউন পালন করতে সরকারের সিদ্ধান্তসমূহ যথাযথ পালন করার আহবান জানিয়েছেন। লকডাউন সর্বাত্মকভাবে সফল করতে সর্বস্তরের জনগণ স্থানীয় প্রশাসন, আইন-শৃংখলা বাহিনীকে সহযোগিতা করবেন। একইসাথে লকডাউনের আওতামুক্ত জরুরী সেবায় নিয়োজিত সকল মানুষ বিশেষ করে খুলনায় কর্মরত সকল সাংবাদিক, গণমাধ্যম কর্মী ও সংবাদপত্র হকাররা যাতে অযথা হয়রানীর শিকার না হয় তার জন্য স্থানীয় প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন।(ঊষার আলো-আরএম)