ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ৩টায় খুলনা জেলা আইনজীবী সমিতির বঙ্গবন্ধু হল রুমে আলোচনাসভা, স্মৃতিচারণ ও গণ-সাংস্কৃতি’র মাধ্যমে সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন-এমপি। বিশেষ অতিথি থাকবেন পলিটব্যুরোর সদস্য কমরেড প্রফেসর ড. সুশান্ত দাস ও নারী মুক্তি ঐক্য পরিষদের সভাপতি লুৎফুন নেছাÑএমপি।
অনুষ্ঠানে বক্তব্য রাখবেন পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড দীপঙ্কর সাহা দিপু, কমরেড আনছার আলি মোল্লা, কেন্দ্রীয় বিকল্প সদস্য কমরেড শেখ মফিদুল ইসলাম। সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান।