UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় কিশোরী ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার

pial
নভেম্বর ৮, ২০২২ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

উষার আলো প্রতিবেদক : নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে ষাট বছরের বৃদ্ধকে আটক করেছে র‌্যাব ৬। গ্রেফতার হওয়া বৃদ্ধের নাম মো: আমজাদ হোসেন। সোমবার সন্ধ্যা ৬ টায় তাকে কয়রা উপজেলার মহারাজপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যাক্তি সাতক্ষীরা জেলার বাসিন্দা।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, আসামি আমজাদ হোসেন ওই নাবালিকাকে বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখাত। ২০ অক্টোবর রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামি তাদের বাড়িতে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরবর্তীতে বাবাকে জানালে আমজাদকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার পর থেকে আসামি পলাতক ছিল। থানার পাশাপাশি র‌্যাব তাকে গ্রেফতারের লক্ষে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব তাকে সোমবার কয়রা উপজেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করে। পরবর্তীতে আসামিকে সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়।

(ঊষার আলো-এফএসপি)