UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ র‌্যাবের হাতে দুই ভাই গ্রেফতার

ঊষার আলো
জুলাই ৬, ২০২১ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মোঃ হেলাল শিকদার (২৩) ও জেল্লাল (১৯) নামে দুই ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতার দুজন সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার মোঃ খলিল শিকদার ও মোছাঃ হালিমা বেগম এর ছেলে। গতকাল সোমবার রাতে তাদের গ্রেফতার হয় বলে মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
র‌্যাব-৬ জানায়, সোমবার রাতে র‌্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সোনাডাঙ্গা আবু বক্কর খান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কতিপয় ব্যক্তি ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে মোঃ হেলাল শিকদার ও জেল্লালকে গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দখল হতে ৩টি দেশীয় তৈরী হাসুয়া উদ্ধার পূর্বক জব্দ করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মহানগরীর সোনাডাঙ্গা থানায় পেনাল কোডের ১৮৬০ সালের ৩৯৯ ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।