UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় ডিবির অভিযানে জালনোট ও তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার ২

koushikkln
অক্টোবর ১২, ২০২২ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক :  খুলনা মহানগর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৪লাখ ১০ হাজার টাকার জাল নোট, ৫০০ রুপীর জালনোটসহ দুইজনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১ টি ল্যাপটপ, ৩ টি কালার প্রিন্টার, ০১ টি পেনড্রাইভ এবং জাল নোট তৈরীর সরঞ্জাম উদ্ধার হয়েছে।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা ক্রস রোড-০১ (ছায়রা স্বরণী) সংলগ্ন ছয়তলা বিশিষ্ট হোল্ডিং নং-৯৭/১২ বাড়ীর ছয়তলার ফ্ল্যাট নং-০৬ বি এর উত্তর-পূর্ব পাশের কক্ষেিএ অভিযান চালানো হয়। বরগুনা জেলার পাথরঘাটা  লাকুরতলা গ্রাসের আ: সালামের ছেলে মোঃ ছগির(৪৫) ও পিরোজপুর ভাণ্ডারিয়ার উত্তর পেকখালি গ্রামের মো. বেলায়েত হোসেনের ছেলে মোঃ আব্দুর রহিম(২৬) গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে আরো ৫০০ পিস সাদা রংয়ের ট্রেস পেপার, ১০ (দশ) বোতল প্রিন্টারের কালি (রিফিল), ০৩ (তিন) টি কাঠের ফ্রেম, ০২ (দুই) লিটার অ্যালকোহল জাতীয় তরল পদার্থ, ০১ (এক) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম প্রিটিং আঠা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বর্ণিত ল্যাপটপ ও উল্লেখিত অন্যান্য সরঞ্জামাদি দ্বারা জাল নোট তৈরি করে দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় জাল নোটের ব্যবসা করে আসছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ০১ নাম্বার আসামী মোঃ ছগির(৪৫) এর বিরুদ্ধে ইতোপূর্বে বিশেষ ক্ষমতা আইনে বিভিন্ন থানায় আরো ০৩ টি মামলা রয়েছে।