ঊষার আলো প্রতিবেদক : খুলনায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যবসায়ীকে মারধর ও তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে। খুলনা মহানগরীর লবনচরা থানার বৃহস্পতিবার (২৫ আগস্ট) সাচিবুনিয়া মোড় এলাকায় সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম মোঃ আউয়াল (৩৮)। তাকে গুরুতর অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এই এলাকার মোঃ চান মিয়ার ছেলে।
ভুক্তভোগীর পরিবার জানায়, বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ব্যবসায়ী মোঃ-আউয়াল তার নিজস্ব মেসার্স আনিফ এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এসময় ১০/১০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে দোকান ঢুকে তাকে কুপিয়ে জখম ও ক্যাশে থাকা টাকা নিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি লবনচরা থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে মোঃ আউয়ালকে উদ্ধার করে। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি খুলনা হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আহত আউয়ালকে উদ্ধার করেছে। তবে এ ঘটনায় রাত পর্যন্ত মামলা হয়নি।