UsharAlo logo
বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন ২০ মার্চ

usharalo
মার্চ ৯, ২০২১ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগামী ২০ মার্চ সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে ‘খুলনায় বঙ্গবন্ধু’ নামক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এ আয়োজন। খুলনায় বঙ্গবন্ধুর সফরের ওপর ভিত্তি করে এ বইটি রচিত হয়েছে।
সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। স্থানীয় গণমাধ্যমকর্মী কাজী মোতাহার রহমান এ বইয়ের রচনাকারী। প্রকাশনায় গণমাধ্যমকর্মী কাজী তারিক আহমদ। ১৯৪২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু ৬৬বার খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট মহাকুমা সফরের ওপর ভিত্তি করেই এ বইয়ের রচনা। বইয়ে দুর্লভ কিছু ছবি স্থান পেয়েছে। এটি লেখকের দ্বিতীয় গ্রন্থ। এর আগে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর লেখকের প্রথম প্রকাশনা ‘খুলনার গণমাধ্যম ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ’ নামক বইয়ের মোড়ক উন্মোচন হয়।