UsharAlo logo
রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশ টিভির যুগপূর্তি

koushikkln
মার্চ ২৬, ২০২১ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশ টেলিভিশনের যুগপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (২৬ মার্চ) সকালে খুলনা প্রেসক্লাব চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এর আগে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে দেশ টিভির ১যুগ পেরিয়ে ১৩ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
এসময় উপস্থিত অতিথিরা দেশটিভির যুগপূর্তির পথ চলায় নাগরিক প্রত্যাশা পূরণ করেছে উল্লেখ করে বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রায় দেশটিভি আগামীতে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করবে। অতিথিরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুখি সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠায় দেশটিভির মান সম্পন্ন অনুষ্ঠান ও নিরপেক্ষ সংবাদ প্রচারে অগ্রণী ভূমিকা রাখবে। বিশেষ করে খুলনার উপকূলীয় এলাকার দু:খ-দুর্দশা -দুর্নীতির সাহসি সংবাদ অগ্রযাত্রার প্রশংসা করেন অতিথিরা।
দেশ টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রতিনিধি এম,ডি অসীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, বিএনপির কেদ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হাসান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্বা মকবুল হোসেন মিন্টু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও খুলনা প্রেসক্লাবের সহ সভাপতি মুন্সী মাহাবুব আলম সোহাগ,জেলা বিএনপির সভাপতি এ্যাড.শফিকুল আলম মনা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা ছাএলীগের সাবেক সভাপতি শেখ মো: আবু হানিফ গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, নাগরিক নেতা এ্যাড.বাবুল হাওলাদার, খুলনা প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশ, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাহ-আলম, খুলনা টিভি রিপোটার্স ইউনিটির সভাপতি সুনীল দাশ,সাধারণ সম্পাদক এইচ এম শামীমুজ্জামান, এনটিভির ব্যুরো প্রধান মুহাম্মদ আবু তৈয়াব, প্রেসক্লাবের সহ-সম্পাদক মাকসুদ আলী, গাজী টিভির শেখ লিয়াকত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টিভির অভিজিত পাল, এসএ টিভির রকিবুল ইসলাম মতি, বাংলা টিভির তরিকুল ইসলাম ডালিম, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আজিজুল ইসলাম, জেলা ছাএলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, সাংবাদিক নেতা আসাদুজ্জামান রিয়াজ, নূর হাসান জনি, দৈনিক তথ্য”র নিজস্ব প্রতিবেদক হাসানুর রহমান তানজির, বি এইচ সজল, বাপ্পী খান, সাঈদা আক্তার রিনি, দীলিপ কুমার বর্মন, কানাই মন্ডল, আল মাহামুদ প্রিন্স,রফিক আলী, আরাফাত হোসেন অনিক, মোঃ মেহেদী হাসান পলাশ, শেখ রাসেল, শেখ ইব্রাহিম, মো: মাহফুজুল আলম সুমন,শেখ জালাল,শেখ জুয়েল, বৃহত্তম আমরা খুলনাবাসীর সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, রোমানিয়া রুমিসহ সাংবাদিক নেতা,সাংস্কাতিক সংগঠন,নাগরিক নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ দেশটিভি পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানান।