UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বাটার গোডাউনে অগ্নিকাণ্ড

usharalodesk
মার্চ ১৪, ২০২১ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় একটি বাটার (জুতা) গোডাউনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ মার্চ) বিকেলে নগরীর মুজগুন্নী নেছারিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন বাটার গোডাউনে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে প্রায় চার কোটি টাকা মূল্যের বাটা ব্রান্ডের জুতা ও মূল্যবান মালামাল ভষ্মিভূত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দাবি করেছেন। আসন্ন ঈদুল ফিতরে খুলনা অঞ্চলের ঈদ মার্কেট ধরতে ঢাকা থেকে বিপুল পরিমাণ জুতা সামগ্রী এই গোডাউনে সংরক্ষণ করা হয়েছিল।
বয়রা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. সাইদুজ্জামান জানান, নগরীর বয়রা স্টেশনের চারটি ও খালিশপুরের দু’টিসহ ছয়টি ইউনিট প্রায় সোয়া একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখনো উদ্ধার অভিযান চলছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বাটা কোম্পানির সেলস্ ম্যানেজার শেখ মিরাজ হোসেন বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন মডেলের বিপুল পরিমাণ মালামাল ডিপোতে আনা হয়েছিল। অন্তত ৪ থেকে ৫ কোটি টাকার জুতা পুড়ে শেষ হয়ে গেছে।
ডিপো ম্যানেজার মো. আরিফ হোসেন বলেন, কিভাবে আগুন লাগলো- বুঝতে পারছি না। প্রায় পাঁচ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খুলনার এই প্রধান ডিপোটি ঢাকা থেকে সরাসরি পরিচালিত হয় বলে জানান তিনি।
খুলনা ফায়ার সার্ভিস অফিসের উপ-পরিচালক মো. আকরাম হোসেন বলেন, আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের চেষ্টা করা হচ্ছে। তবে, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না।